কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার দৌলতপুরস্থ মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্যেগে গত ২৬ নভেম্বর বিকাল ৪ টায় ২য় শস্য বহুমূখীকরণ প্রকল্প ( এসসিডিপি ) এর আওতায় খরিপ-২ মৌসুমের উদ্যানতাত্ত্বিক ফসলচাষের মাধ্যমে বসতবড়ির ব্যবহার এর উপর এক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন কৃষি অফিস দৌলতপুরের মহেশ্বরপাশা ব্লকের তেলিগাতি গ্রামের রিনা পারভীনের বাড়িতে অনুষ্ঠিত এ মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ভ’পেশ কুমার মন্ডল। প্রগতিশীল কৃষক মোসলেম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথি বলেন, বসতবাড়ির আঙ্গীনায় সবটুকু জমি পরিকল্পনা করে আবাদের আওতায় আনতে পারলে একদিকে যেমন পারিবারিক পুষ্টি সমস্যার সমাধান হবে তেমনিভাবে মহিলাদের আয় বৃদ্ধির ফলে পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। তিনি সল্প পরিসরে একটি চটের বস্তায় জৈব পদার্থ ব্যবহার করে বিভিন্ন সবজি উৎপাদন পদ্ধতি উপস্থিত কৃষাণীদের মাঝে বর্ননা করেন। প্রধানঅতিথি নতুন নতুন কৃষি প্রযুক্তি সমুহ প্রয়োগ করে উৎপাদন বাড়িয়ে নিজেদেরকে সাবলম্বী হওয়ার জন্য উপস্থিত কৃষাণীদের পরামর্শ দেন। উপ সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাসের উপস্থাপনা মাঠ দিবসে স্বাগত বক্তব্য দেন, মেট্রোপলিটন কৃষি অফিসার,দৌলতপুর কৃষিবিদ জাকিয়া সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন, ডিএই খুলনার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ ও এডিডি কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান,কৃষক মতিউর রহমান ও রিনা পারভীন প্রমুখ বক্তৃতা করেন মাঠ দিবস অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মোছলেম ফকিরের বাড়ীতে স্থাপিত ভার্মি কম্পোস্ট প্রদশর্নী পরিদর্শন করেন। অনুষ্ঠানে শতাধিক কৃষাণীসহ কৃষি তথ্য সার্ভিস,খুলনার প্রতিনিধি উপস্থিত ছিলেন।